বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ।। ৯ আশ্বিন ১৪৩২ ।। ৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার দারুল উলূম সাতবাড়িয়ার ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা শুরু জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে অবস্থান তুলে ধরুন: ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ইসলাহী জোড় শুরু ১৩ নভেম্বর  ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা  হাসিনা পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৪৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ চুরি হওয়া তহবিল উদ্ধার ও চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণে সহায়তার আহ্বান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য টিকবে না : মাওলানা আবদুল হালিম হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শনিবার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে : খেলাফত মহাসচিব কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস 

কুমিল্লার দারুল উলূম সাতবাড়িয়ার ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ায় প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে জমকালো ও আড়ম্বরপূর্ণ উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পুরষ্কার বিতরণীর মাধ্যমে সমাপ্তি হবে ।

দারুল উলূম সাতবাড়িয়ার নাযেমে দারুল ইকামাহ মুফতি আসাদুল্লাহ জানান “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের- মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে বিভিন্ন যোগ্যতায় পারদর্শী হিসেবে গড়ে তুলতে বছরব্যাপী আমাদের মাদরাসায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ও বৃহৎ একটি আয়োজন হলো ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ গতকাল মঙ্গলবার বাদ মাগরিব উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। এবার প্রায় ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া লেখালেখির হাতেখড়ি হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক প্রতিযোগিতা উপলক্ষে 'অঙ্কুর' নামে বাংলা ও 'আল হুদা' নামে আরবী দেয়ালিকা প্রকাশিত হয়েছে।”

মঙ্গলবার রাতে উদ্বোধনী পর্বের পরপর 'তাফসীরুল কুরআন' ও 'ক্বেরাত' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 'তাফসিরুল কুরআন' পর্বে সভাপতিত্ব করেন, চান্দিনা আল আমিন কামিল মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদীস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফী। বিচারক ছিলেন, মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক এবং মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ার সহকারী নাযেমে তালীমাত মুফতি তানযিল হাসান।

'ক্বেরাত' প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর ঢাকার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ। বিচারক ছিলেন পশ্চিম গেন্ডারিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন রাহমানী কাসেমী।

আজ (২৪ সেপ্টেম্বর, বুধবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত আনন্দমুখর পরিবেশে চিত্রাঙ্কন, বাংলা হস্তলিপি, আরবি হস্তলিপি, বিতর্ক ১ম পর্ব, সিরাত বিষয়ক সাধারণ জ্ঞান, ছোটদের মেধা যাচাই ও সংবাদ পাঠসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক জানান, 'তালীম-তারবিয়াতে পরিপূর্ণ যোগ্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সন্তানদের যুগ সচেতন, দক্ষ, কর্মঠ ও বহুমুখী প্রতিভায় পারদর্শী আলেম হিসেবে গড়ে তুলতে বরাবরই দারুল উলূম সাতবাড়িয়ায় বছরব্যাপী বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান।' 

বিতর্ক, হামদ-নাত, এসো বানান শিখি, কুইজ, দর্শক পর্বসহ প্রায় ২২টি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এই বার্ষিক প্রতিযোগিতা। আগামীকাল বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, দারুল উলূম সাতবাড়িয়ার তত্ত্বাবধায়ক, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা’র সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদ্রাসায়ে আশরাফিয়া দারুল উলুম কুমিল্লা’র মুহতামিম মুফতি শামসুল ইসলাম জিলানী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ