হিন্দু পুরোহিত কর্তৃক ১২ বছরের শিশু ফাহমিদা আক্তারকে ধর্ষণের প্রতিবাদে সেচ্ছাসেবী সংগঠন প্রটেক্ট আওয়ার সিস্টার বিডি আয়োজিত মানব বন্ধনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, ধর্ষণের কয়েকদিন পার হওয়ার পরও প্রশাসনের খামখেয়ালির ফলে মামলা গ্রহণে গড়িমসি করা ও ধর্ষককে পালানোর সুযোগ করে দেওয়ার তীব্র নিন্দ জানাই।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল আহমেদ রুবেলের সভাপতিত্বে সিলেটের চোহাট্টাস্থ শহিদ মিনার মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, কোন অদৃশ্য শক্তির ফলে এমন হীন অপরাধের ফাদে পা দিলো প্রশাসন, তা জানতে চাই।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপ্রিয় সিলেটে পরিকল্পিতভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর এই অপচেষ্টা আমরা রুখে দেবো। আগামী ৭২ ঘন্টার ভিতরে ধর্ষক হিন্দু বাবু পুরোহিত ও ব্যবসায়ী সন্দীপ পালসহ দোষীদের গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
ওয়াহিদুর রহমান ও সালমান আহমদের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষানিবেশ আইনজীবী রেজাউল হক, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, এম এ রহিম প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় হিন্দু বাবু পুরোহিত ১২ বছরের শিশু ফাহমিদা আক্তারকে ধর্ষণ করে। এখনও দোষীকে গ্রেফতার না করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।
এমএইচ/