রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই কমিটির দ্বন্দ্বে মসজিদে তালাবদ্ধ থাকায় সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় অর্ধশত বছর ধরে শুধু ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিল মুসল্লিরা। পরবর্তীতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজসহ শুক্রবারের জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। কিন্তু বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও মুসল্লিরা ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা দেয়।

তাদের দাবি, দুটি মসজিদ থাকলেও জুমার নামাজ হবে শুধু বাইতুন নূর জামে মসজিদে। নতুন করে কোনো মসজিদে জুমার নামা পড়া যাবে না।

একপর্যায়ে গত ১২ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাযের আগে বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা এসে শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় মসজিদে জোর করে তালা ঝুলিয়ে দেয়। এতে বাধা দিলে তাদের হামলায় দুই মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে, মসজিদে তালা ঝোলানোর ঘটনায় উত্তর গোবধা গ্রামের আব্দুল করিমের ছেলে নকিবুল ইসলাম, তার ছেলে জসিম মিয়া, জিয়াউদ্দিন এবং জাহিদসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তির নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ।

পরবর্তীতে এ ঘটনায় স্থানীয় সেনাক্যাম্প কমান্ডার বরাবর অভিযোগ দাখিল করলে গত ১৪ সেপ্টেম্বর উভয়পক্ষের মধ্যে মীমাংসার মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীকে তালা খুলে দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু তিনি মসজিদের তালা খোলেননি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ