শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ।

সাধারণ সম্পাদক মুস্তফা আল মাসউদ শাহীন এর সঞ্চালনায় এবং নির্বাহী সদস্য হাফিজ আব্দুল কাইয়ুমের তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

বক্তারা বলেন, যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে যুব জমিয়তকে নেতৃত্বের অগ্রবর্তী বাহিনী হিসেবে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে ইনসাফভিত্তিক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন—সহ-সভাপতি হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, শাহ আলম, হাফিজ আব্দুল ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মনজুরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হক, মাওলানা ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ওবায়দুল্লাহ ও আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ রেজা, দায়ী সম্পাদক মাওলানা আবু সাঈদ, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক মাওলানা নূরুল আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক আজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক তাহিদ আহমদ ফয়সাল, নির্বাহী সদস্য নাসির উদ্দীন, হাফিজ আব্দুল কাইয়ুম, এনামুল হাসান মিশু প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ