খুলনায় ট্রাকচাপায় মোস্তফা গাজী (১২) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ডুমুরিয়া উপজেলার সরকারি মধুগ্রাম কলেজের সামনে দৌলতপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা গাজী শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা গাজী মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসায় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় খুলনা মহানগরীর দৌলতপুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকের ড্রাইভার মাসুদ মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’
এসএকে/