বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি আফতাবনগর মাদরাসায় সিরাতুন্নবী সা. মাহফিল কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মসজিদে আজান ও বয়ানের জেরে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরের জাজিরায় মসজিদের আজান ও বয়ানকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে খবির সরদার (৫৫) নামের এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলমাস সরদারকে অভিযুক্ত করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং স্থানীয় মসজিদ কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ভোরে মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছিলেন আলমাস সরদার। এ নিয়ে ইমামকে হুমকিও দেন তিনি। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আলমাস সরদার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মঙ্গলবার রাতে আলমাস সরদার দলবল নিয়ে বাড়ি থেকে বের হয়ে খবির সরদারকে লক্ষ্য করে হামলা চালান। ছুরিকাঘাতের পর তাকে সড়কের পাশে থাকা পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পরে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, আজান ও বয়ান নিয়ে আলমাস সরদার আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আমাদের কমিটি থানায় জিডি করার পর থেকে তিনি আরও ক্ষিপ্ত হন। অবশেষে সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, একজন মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ