মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার যশোর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সিনিয়র সহ-সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ আব্দুল মাজেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব জসীমউদ্দীন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক মুহাম্মদ ফজলুর রহমান, প্রশিক্ষক রিপন শেখ, ইফাদাতুল উম্মাহ ব্লাড ব্যাংকের দায়িত্বশীল মুহাম্মদ মাসুদ রানা, মুহাম্মদ ওয়াসিম আকরাম লালন, ইউসুফ আদনান প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির বলেন, “বৃক্ষরোপণ অন্যতম সদকায়ে জারিয়া। তাই সমাজ ও মানবতার কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০ গাছ রোপণ করা হবে।”

অন্যান্য বক্তারা বলেন, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়ন করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ