যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ উদ্বোধন
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ১২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

যশোর প্রতিনিধি

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার যশোর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সিনিয়র সহ-সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ আব্দুল মাজেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব জসীমউদ্দীন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক মুহাম্মদ ফজলুর রহমান, প্রশিক্ষক রিপন শেখ, ইফাদাতুল উম্মাহ ব্লাড ব্যাংকের দায়িত্বশীল মুহাম্মদ মাসুদ রানা, মুহাম্মদ ওয়াসিম আকরাম লালন, ইউসুফ আদনান প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির বলেন, “বৃক্ষরোপণ অন্যতম সদকায়ে জারিয়া। তাই সমাজ ও মানবতার কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০ গাছ রোপণ করা হবে।”

অন্যান্য বক্তারা বলেন, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়ন করা হচ্ছে।

এসএকে/