বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


আগৈলঝাড়ায় দুই মাদক কারবারি কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের আগৈলঝাড়ায় দুই মাদক কারবারিকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভোরে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও একই এলাকার দিলীপ পান্ডেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আসামি দুজনকে শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ