বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

কক্সবাজারে মেধা-যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৬৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি

পর্যটন নগরী কক্সবাজারে শতভাগ স্বচ্ছতার সাথে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে চাকরিতে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ৬৭ জন ছেলে-মেয়ে।

কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতার মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন নিয়োগ পাওয়া চাকরিপ্রত্যাশীরা।

শুক্রবার কক্সবাজার জেলায় শতভাগ মেধা, যোগ্যতারভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে  ।কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মুহাম্মদ রহমত উল্লাহ পুলিশ লাইন্স ড্রিলশেডে সন্ধ্যা পৌনে ৭টায় আনুষ্ঠানিকভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত উত্তীর্ণদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নিয়োগ পাওয়া কয়েকজন জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত । নিজের যোগ্যতায় এবং কক্সবাজার জেলা পুলিশের শতভাগ স্বচ্ছতায় আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ মুঠোফোনে আওয়ার ইসলামকে বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ কোন তদবির কিংবা অনৈতিক লেনদেন ছাড়া শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছেলে-মেয়েদের যারা প্রতিটি ধাপে কৃতকার্য হয়ে নিজেদের যোগ্য প্রমাণ করেছে, তাদেরই চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ