শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যৌথ বাহিনীর অভিযান: সারাদেশে আটক ২৯ জন কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই

জামায়াত-যুবদলের মধ্যে সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের মীরসরাইয়ে আওয়ামী লীগ পরিবারের সদস্যদের নিয়ে জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদলের কর্মীরা আপত্তি জানায়। এ ঘটনায় প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে সংঘর্ষে রূপ নেয়। এতে একজন গণমাধ্যমকর্মীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। 

শুক্রবার সন্ধ্যায় মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে এ ঘটনা ঘটে।

স্থানীয় মীরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান বলেন, শুক্রবার বিকালে আমাদের এলাকার এস রহমান স্কুলে জামায়াতের কর্মী সমাবেশের খবর পেয়ে আমাদের কয়েকজন নেতাকর্মী সভাস্থলের আশপাশে গিয়ে দেখতে পায়- সেখানে পৌর আওয়ামী লীগের সাবেক দায়িত্বশীলদের পরিবারের সক্রিয় ছাত্রলীগের কয়েকজন কর্মী নিয়ে জামায়াতের কর্মীসভা হচ্ছে। এতে এলাকার যুবদল নেতাকর্মীরা আপত্তি জানিয়ে হট্টগোল করছিল শুনে আমি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গেলে আমিসহ আমাদের অন্তত ১০ নেতাকর্মীর ওপর হামলা করে জামায়াতের নেতাকর্মীরা। এদের মধ্যে গুরুতর আহত যুবদল কর্মী রিয়াজ ( ২৬) ও হাসানকে (৩০) চমেক হামপাতালে এবং আমিসহ ছাত্রদল কর্মী শরীফ (২২) ও রিফাতকে (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

এদিকে উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন, বিকালে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে স্কুল মাঠে একটি কর্মী সমাবেশ চলছিল। এসময় স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়।

আহতরা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আলম মামুন (৫৫), দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মীরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন (৩৯), জামায়াত কর্মী মো. নুরুল আলম (৪০), শহিদুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৫), কফিল উদ্দিন (২০), নুর উদ্দিন (৩৩), কাজী সামির (২০), তানজিম (১৮), সাব্বির শাহাদাৎ (২০) ও রাহাত হাসান হাসিব (১৮)।

আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আহত নুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মীরসরাই থানা জামায়াতের আমির মো. নুরুল কবির বলেন, সন্ত্রাসীদের স্বার্থে ব্যাঘাত ঘটায় তারা আমাদের কর্মী সমাবেশে হামলা চালিয়েছে। বিষয়টি সাংগঠনিকভাবে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিষয়ে মীরসরাই উপজেলা বিএনপির আহ্বয়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, পৌর এলাকায় জামায়াতের সমাবেশে হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এখন আমাদের এই স্বাধীন দেশে যে কোনো দল বা মতাদর্শের মানুষই সব সভা-সমাবেশ স্বাধীনভাবে করতে পারবে। আমরা ফ্যাসিবাদী আচরণ কারও সঙ্গেই হলে তা সমর্থন করব না।

এই বিষয়ে মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় বলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতের কর্মী সমাবেশে হামলার ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ