মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সদর উপজেলায় আওয়ামী সন্ত্রাসী মোহাম্মদ আলীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল মজিদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত ২ টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও আহত হয়েছিলেন তার দুই সহোদর কাবিল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৪৫)। নিহত আব্দুল মজিদ ও আহতরা ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে তিন সহোদর আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল ইসলাম দোকান বন্ধ করে ইয়াদ আলীর মোড় মজিদের গোস্তের দোকানে বসেছিল। হঠাৎ আওয়ামী লীগ সন্ত্রাসী মোহাম্মদ আলী নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেল যোগে এসে পিস্তল দিয়ে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসলপাতালে ভর্তি করায়, সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার চিকিৎসক তার স্বজনদের জানান, আব্দুল মজিদকে সুস্থ করা আর সম্ভব নয়। আপনারা তাকে বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে আসার পর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এর আগে মামলা হয়েছে- দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ভিকটিম মৃত্যুবরণ করায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ