মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ কোম্পানিতে রিসিভার নিয়োগ করে হাজার হাজার সদস্যদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্ৰহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় খুলনা প্রেসক্লাবে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, আমরা খুলনা জেলার অধিবাসী, আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাট মিঠাপুকুর পাড় কে আলি রোডস্থ আঃ মান্নান তালুকদার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে ইসলামি শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কোরআন হাদিসের কথা বলে খুলনার কিছু আলেমদের সামনে রেখে, লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, চটকদার বিজ্ঞাপন,পর্যায়ক্রমে এজাক্স জুটমিল ক্রয় এবং এর উদ্বোধন দেখিয়ে প্রায় তিন হাজার চারশো সদস্যর কাছ থেকে ৮১ কোটি টাকা বিনিয়োগ নেয়।

গত নভেম্বর২০১৮ ইং হতে উক্ত কোম্পানির বয়রা বাজার খোকন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত খুলনা শাখা অফিসের সকল ধরনের লেনদেন বন্ধ করে দেয় এবং পর্যায়ক্রমে অফিস স্টাফদের বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়ার কারনে অফিস বন্ধ হয়ে যায়। এহেন পরিস্থিতিতে খুলনার সদস্যদের একটি টিম বাগেরহাটের হেড অফিসে কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা মৌখিক ও লিখিত একাধিকবার টাকা ফেরত দেয়ার চুক্তি করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য অদ্যবধি একটিও বাস্তবায়ন করে নাই। ফলশ্রুতিতে বিনিয়োগকৃত হাজার হাজার সদস্য আজ নিঃস্ব সর্বস্বান্ত।

এই কোম্পানিতে বিনিয়োগকারী সদস্যদের একটি অংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও মিল শ্রমিক। যারা নিজেদের জীবনের শেষ সম্বল বিনিয়োগ করে এখন মানবতার জীবনযাপন করছে। আর্থিক সংকটের কারণে বিনা চিকিৎসায় শতাধিক সদস্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যারা জীবিত আছে তারা প্রত্যেকে জীবন্ত লাশে পরিনত হয়েছে।

কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার বর্তমান দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় জেলহাজতে আছে। সদস্যদের বিনিয়োগকৃত অর্থের দ্বারা ক্রয়কৃত সম্পত্তি কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদারের মাতা, স্ত্রী, সন্তান, শ্যালক, ভাইসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দ্বিধায় বিক্রিয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে, এমডি ও তার আত্নীয় স্বজনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে এখন আমরা হতাশ, আমরা আমাদের মূলধন হারানোর শঙ্কায় এখন দিশেহারা।

আমরা গত ২০/১১/২০২৪ ইং তারিখ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি এই কোম্পানির কার্যক্রম খুলনা বাগেরহাট এবং পিরোজপুর জেলায় বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে পরিচালিত হতো বাগেরহাট এবং পিরোজপুরের সদস্যরা ও একই কার্যক্রমে সংবাদ সম্মেলন করেছেন।

খুলনার ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন থেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতিদ্রুত নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ বাগেরহাটে এই কম্পানিতে রিসিভার নিয়োগ করে হাজার হাজার সদস্যদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্ৰহন করার আবেদন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্যদের পক্ষে মোঃ মিজানুর রহমান গাজী।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা ওবাইদুর রহমান, কারী সৈয়দ রুস্তম আলী, মোঃ শফিকুল ইসলাম, শেখ আলী আকবর, মাওলানা হাফিজুর রহমান, মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ