মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


স্ত্রীর পরকীয়ায় যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জুয়েল রানা (২৭) নামে এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েল রানা উপজেলার একই এলাকার রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে অন্য আরেক পুরুষের কাছে চলে যান। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে কীটনাশক খেয়ে নিজ বাড়িতে ছটফট করতে থাকে। পরে তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস এবং তার ছটফটানি দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যায়।

জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন- ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা। এরা দুইজন কুকরের চেয়েও নিকৃষ্টমানের মানুষ হয়ে গেছে। এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দিলো না, এদের কঠিন শাস্তি হোক এটায় আমার চাওয় ‘।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ