মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

রংপুর বিভাগীয় লেখক পরিষদের সভাপতি জুননুন, জাকির সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুর বিভাগীয় লেখক পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে সংগঠনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী মো. জুননুনকে সভাপতি, লেখক ও সংবাদকর্মী জাকির আহমদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা দেন উপদেষ্টা পরিষদ সদস্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. এ.আই.এম. মুসা।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি এসএম সাথী বেগম, সহসভাপতি রশীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক দীপক সরকার তপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোকাদ্দেস-এ-রাব্বী, অর্থ বিষয়ক সম্পাদক লায়লা শিরিনা, প্রচার সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সহ-প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুবাশ্বির দুহা, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক মুঈদ-উল-ইসলাম, দপ্তর সম্পাদক সরকার বাবলু, সহ-দপ্তর সম্পাদক এসএম কামরুজ্জামান বাদশা, আন্তর্জাতিক ও বহির্যোগাযোগ সম্পাদক লিপিকা লিপি, সমাজকল্যাণ সম্পাদক আদিল ফকির, গ্রন্থাগার সম্পাদক সোমের কৌমুদী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হৃদয় জেজে, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক নুর-ই-হাসিন দিশা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুসাফা আক্তার বানু, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত খানম উপমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা জামান বিমান, ইতিহাস গবেষণা সম্পাদক এমএ শোয়েব দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক নুর উন নবী, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম কায়রো, পাঠচক্র সমন্বয়ক মোহিত মিঠু, কিশোরবন্ধু সমন্বয়ক ময়না মনি।

কার্যকরী সদস্যরা হলেন- সানজিদা নাজনীন লুনা, এম. মাহেদুল হক, জিয়াউল আলম ফারুকী, আহমেদ অরণ্য, আহসান হাবীব রবু, উম্মে সালমা এবং সুমাইতা সুয়াদী।

নতুন কমিটির মেয়াদ হবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। এর আগে গত অক্টোবর-নভেম্বর মাসে রংপুর বিভাগের ৮ জেলায় সংগঠনের জেলা কমিটিগুলোও পুনর্গঠন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ