শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

রামুর রাজারকুল আজিজুল উলুম মাদরাসার ৫১ তম বার্ষিক সভা সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার ৫১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, আগামী সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই দ্বীনি সভা চলবে রাত ১১টা পর্যন্ত।

এদিকে রাজারকুল আজিজুল উলুমের মোহতামীম মাওলানা মোহছেন শরীফ বলেন, আমাদের এই এলাকার অন্যতম বড় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটি। দীর্ঘ ৪ যুগেরও বেশি সময় ধরে এই মাহফিল চলে আসছে। এলাকাবাসী অপেক্ষায় থাকে রাজারকুল আজিজুল উলুমের সভার জন্য। এ সভা থেকে তারা দ্বীনের খোরাক পায়। যারা কাছাকাছি আছেন তাদের সবার কাছে দ্বীনি দাওয়াত রইলো। যারা দূরে আছেন তাদের কাছে একান্ত দোয়া চাই মাহফিল যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

তিনি বলেন, এই অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত আমাদের এই বার্ষিক সভা। প্রতি বছরই বার্ষিক সম্মেলনে মানুষের ঢল নামে। এ বছরও এর ব্যতিক্রম হবে না আশা করছি।

মাওলানা মোহছেন শরীফ জানান, দিনব্যাপী বার্ষিক এ মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ) এর মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা খোরশেদ আলম কাসেমী, ফরিদপুরের প্রসিদ্ধ আলেম মাওলানা জুবায়ের হুসাইন কাসেমী, মাওলানা মীযানুর রহমান বুখারী, মাওলানা মোস্তফা নূরী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।

তিনি জানান, এ সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী ১০ জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হবে ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ