শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

সুনামগঞ্জে বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ

সুনামগঞ্জে দিনদিন বেড়েই চলে ব্যাটারিচালিত অটোরিকশা। নিয়ম-নীতির তোয়াক্ষা না করে বেপরোয়া চলাফেরা করার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, অকালে ঝড়ে যাচ্ছে তাজা প্রাণ। গত ২ দিনে পৃথক ঘটনায় শিশুকন্যাসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ পৃথকভাবে জব্দ করেছে ২টি অটোরিকশা। থানায় করা হয়েছে মামলা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা-বেহেলী সড়কের রাজাপুর সেতুর সামনে যাত্রীবাহী মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মধ্যে আশিক নুর (৪০) ছিটকে পাকা রাস্তা পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সাথে থাকা অপর বন্ধু সোলেমান মিয়া (৩৮) একইভাবে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা জব্দ করেছে, কিন্তু অটোরিকশাচালক ইয়ামিন মিয়া (৩৫) পালিয়ে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মৃত আশিক নুরের ছোট ভাই রাশিদ মিয়া বাদী হয়ে অটোরিকশা চালক ইয়ামিনকে আসামি করে মামলা করেছেন।

অপরদিকে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তাহিরপুর উপজেলার সোলেমানপুর-তাহিরপুর সড়কের ভাটি তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পৃষ্ট হয়ে ফারহা আক্তার (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ পাঠান। রাত ৮টার দিকে সুনামগঞ্জ যাওয়ার সময় পথে আহত ফারহা আক্তারের মৃত্যু হয়। এ খবর জানাজানি হওয়ার পর অটোরিকশা আটক করে এলাকাবাসী। আর চালাক অনিক মিয়া (২২) পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান, তাহিরপুর থানার ওসি দিলোয়ার হোসেন ও জামালগঞ্জ থানার ওসি কামাল হোসাইন পৃথক ঘটনায় শিশুকন্যাসহ ৪ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ