রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

শেরপুরে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা (১৯) হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোমিন ওরফে মিন্টু (২৭), সাইদ মাসুম ওরফে বাবু (২২) ও নাজবুল হক (২০)।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অপারেশনস্ অ্যান্ড মিডিয়া অফিসার নাজমুল ইসলাম।

র‌্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা প্রায় ৪ বছর আগে তার স্বজনদের সাথে রাগ করে অবৈধ পথে ভারতে চলে যায়। এমতাবস্থায় গত ১৮ অক্টোবর সে তার মাকে ফোনে জানায় সে ভারত থেকে বাংলাদেশে আসবে। এক পর‌্যায়ে ২১ অক্টোবর সোহেল রানার গ্রামের জনৈক বাবুর মোবাইলে ফোনে এক ব্যক্তি জানায় সোহেল রানার রক্তাক্ত মৃতদেহ শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের হাতিটিলা পাহাড়ে পড়ে আছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে নিহত সোহেল রানার চাচা টুটুলসহ স্বজনরা লাশ শনাক্ত করে এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার পর র‌্যাব-১৪ এ হত্যার ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। পরে ১৮ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৪ এবং রাজশাহী ক্যাম্পের যৌথ আভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ীর কানাপাড়া এলাকা থেকে মোমিন ওরফে মিন্টু, সাইদ মাসুম ওরফে বাবু ও নাজবুল হককে গ্রেফতার করে।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামিদের নালিতাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ