মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

মুফতী ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মণিরামপুর( যশোর) প্রতিনিধি

যশোর মণিরামপুরে মুফতী মুহাম্মদ  ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সাবলম্বী প্রকল্পের আওতায় দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আজ ১৯ নভেম্বর  দুপুর ৩টায় দারুল উলুম ইলাহি বখশ মাদরাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ  মা-বোনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। যে ১৪ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়, তারা হল মোসা: সুমাইয়া খাতুন, লিমা শারমিন, (বাকোশপোল) মুসলিমা,(বালিয়াডাঙ্গা) খাদিজা, (বিজয়রামপুর) আয়েশা, নাজিফা (তেতুলিয়া) উম্মে জারির, উম্মে বুশরা,মাজেদা,আসমা, (দুর্গাপুর) উম্মে সাদ (সাতনল) রিপা (লাউড়ি)হালিমা (গাংড়া) সাদিয়া (কামালপুর)  

দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী মুহাম্মদ  ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সুদের কুফল আলোচনা করত: বলেন আমরা চাই আপনারা এই মেশিনের মাধ্যমে নিজেদের সেলাই কার্য সমাধার পাশাপাশি উপার্জন করে  সাবলম্বি হয়ে আপনাদের পরিবারকে আর্থিক সহায়তা করবেন। সমাজের বিভিন্ন এনজিও আমাদের মা বোনদের ঋণ দেওয়ার নামে চওড়া সুদের বোঝা চাপিয়ে দেয়। যার ফলে শান্তির পরিবর্তে সংসারে অশান্তির আগুন সৃষ্টি হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, মাও: বরকতুল ইসলাম, মুফতি আবু বকর সিদ্দিক, আশরাফ ইয়াছিন, নাসিম খান, মাহমুদ হাসান, এস এম মারুফ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ