মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

তিন দিনের মধ্যে উপদেষ্টা না নেওয়া হলে উত্তরাঞ্চল ব্লকেড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আগামী তিন দিনের মধ্যে রংপুর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংযুক্ত করা না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গত রবিবার রাতে রংপুর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমন্বয়ক আলমগীর নয়ন।

সংবাদ সম্মেলনে নয়ন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে তিন বিভাগ থেকে কোনো উপদেষ্টা না রেখে বৈষম্য করা হয়েছে। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় আবু সাঈদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টার নাম ঘোষণা করতে হবে। নাহলে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নর্থ বেঙ্গল ব্লকের কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, একটি রাষ্ট্রের সুষম উন্নয়ন করতে হলে নীতি নির্ধারণী পর্যায়ে অবশ্যই সব এলাকার প্রতিনিধি প্রয়োজন। সে কারণেই সংসদীয় আসন এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিনিধি হয়। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে আবু সাঈদের রংপুরসহ উত্তরাঞ্চল থেকে কোনো উপদেষ্টা না রাখার ঘটনাকে আমরা গভীর ষড়যন্ত্র হিসেবে মনে করছি।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিজম যেভাবে রংপুরসহ উত্তরবঙ্গের উন্নয়নকে তলানিতে রেখে গোপালগঞ্জের উন্নয়ন করেছে। আমাদের মনে হচ্ছে- উপদেষ্টা পরিষদের রংপুরের প্রতিনিধি না থাকায় এই সরকারও আমাদের উন্নয়ন বঞ্চিত করবে। আমরা এর অবসান চাই।

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের জিরো পয়েন্ট, ঠাকুরগাঁওয়ের গোল চত্বর, দিনাজপুরের দশ মাইল মোড়, নীলফামারী গোল চত্বর, কাউনিয়া তিস্তা সেতু, লালমনিরহাটের তিস্তা সেতু পয়েন্ট, রংপুরের মডার্ন মোড়, সিরাজগঞ্জের হাটি কুমরুল, বগুড়ার বনানী, নাটোরের গোল চত্বর, রাজশাহীর বাইপাস, চাঁপাইনবাবগঞ্জ মোড়, নওগাঁর ব্রিজ, জয়পুরহাটের মোড় এলাকায় একসাথে ব্লকেড হবে বলে ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড চলার ঘোষণা দেওযা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক আলী হাসান সাঈদ, ইয়াসির আরাফাত, রাকিবুল ইসলাম শিশির, সাজ্জাদ হোসেন পৃথিবী, ফারহান তানভীর ফাহিম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ