শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


বগুড়ায় ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা। রোববার রাত ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা ছেলে আব্দুল মান্নান সরদার। তার মৃত্যুর খবর শোনার পর মান্নানের  মা আমেনা  বেগম (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আব্দুল মান্নান সরদার  (৬০) উপজেলার মধুপুর ইউনিয়নের দক্ষিণ হাঁসরাজ গ্রামের মৃত্যু হবিবর সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার সকাল ১০টার দিকে আব্দুল মান্নান সরদার জমিতে কাজ করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে মারা যান। সন্তানের মৃত্যুর সংবাদ শোনার পড়ে আব্দুল মান্নান সরদারের মা আমেনা বেগম (৮৫)  হৃদরোগে আক্রান্ত হয়ে পর দিন  সোমবার সকাল ৮টায় মারা যান।

মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, মান্নান সরদার একজন কৃষক ছিলেন। ছেলের মৃত্যুর সংবাদ শুনে মা মারা যান। ঘটনাটি খুবই হৃদয়বিদায়ক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ