মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার

হাটহাজারীতে বাসচাপায় মাদরাসা শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় মাওলানা মোহাম্মদ শোয়াইব আহমদ (৪৫) ওরফে মহেশখালী হুজুর নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার এগারো মাইল এলাকায় মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোয়াইব ওই এলাকার শাহ অলি উল্লাহ নামে একটি মাদরাসায় সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন এবং তিনি মহেশখালী উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, রাতে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতাল থেকে তার অসুস্থ এক ভগ্নিপতিকে দেখে নগরীর মুরাদপুর থেকে দ্রুতযান সার্ভিসের একটি বাসযোগে মাদরাসায় ফিরছিলেন তিনি। গন্তব্যে পৌঁছলে অসাবধান হয়ে চলন্ত অবস্থায় বাস থেকে নামার সময় সেই বাসের নিচে পড়ে যান। এতে মুহূর্তে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও আটক হয়নি বাসের চালক বা হেলপার।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে এই দ্রুতযান সার্ভিস আসার পর থেকেই তারা খুব বেপরোয়া গাড়ি চালায়। সড়কের মাঝখানে দাঁড়িয়ে মাঝপথে যাত্রী উঠানামা করে। তাদের সামনে যেকোনো গাড়ি দেখলে অতিরিক্ত হর্ন বাজায়, তাও আবার হাইড্রোলিক হর্ন। এতে সামনে থাকা গাড়ি বিপাকে পড়ে যায়। শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়ে যাত্রী ও পথচারীরা। তাদের এই বেপরোয়া গতির কারণে মহাসড়কে অন্যান্য গাড়িগুলো চলাচল করতে যেমন মুশকিল হয়, তেমন সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়। সড়কের আইন অমান্য করে গাড়ি চালিয়ে তারা সড়কের শৃঙ্খলা নষ্ট করছে প্রতিনিয়ত। তারা চলন্ত অবস্থায়ও যাত্রী ওঠানামা করে।

এ বিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার পর উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিনা ময়নাতদন্তে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ