বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


বরিশালে ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালে ২০২২ সালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সোমবার বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর তাকে হত্যা করে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেয়া হয়। এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। পাশাপাশি তাদের এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ