মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

তাড়াইলে মাদক-জুয়া ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আলেমদের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সমাজে চলমান কুফুর, শিরক, বেদয়াত, মাদক, জুয়া ও বিভিন্ন মাজারে ওরশের নামে ভন্ডামী বন্ধ করা এবং অনৈতিক ও অনৈসলামিক কর্মকাণ্ডের প্রতিবাদে তাড়াইল ইমাম উলামা পরিষদের উদ্যোগে উপজেলা সদররে দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসায় (১৭ নভেম্বর) রোববার বাদ যোহর এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইমামা উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়জুদ্দীনের সভাপতিত্বে ও মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামিয়াতুস সুন্নাহর মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দীন, জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আইনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আবদুল হাই, জামিয়াতুল ইসলাহর মুহতামিম মাওলানা মোস্তফা হোসাইন, শিক্ষা সচিব মাওলানা বোরহানুদ্দীন আহমাদ, মাদরাসাতুল ইহসান লি তালিমিল কুরআনের মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ্, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, ইমাম উলামা পরিষদের উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রউফ, জাওয়ার ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুর রহীম, সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামছুজ্জামান, ধলা ইউনিয়ন সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, রাউতি ইউনিয়ন সভাপতি মুফতি শহীদুল ইসলাম, তরুণ আলেম মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, হাফেজ মাওলান সাইফুল ইসলাম, মাওলানা আবদুল মাজিদ, মাওলানা রফিকুল ইসলাম রাহমানী, মুফতি নুরুদ্দীন আহমাদ, মুফতি আবদুল কাদির, হাফেজ মাওলানা সাইদুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আলেম উলামার এলাকা হিসেবে পরিচিত তাড়াইল উপজেলায় ভবিষ্যতে কোনো অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ করতে দেয়া হবে না। বিভিন্ন মাজারে ওরশের নামে ভন্ডামী করা হচ্ছে। কুফুরি ও বেদয়াতি কাজ চলছে। আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। মাদক ও জুয়ার আসর বসছে। যদি এগুলো অনতিবিলম্বে বন্ধ করা না হয় তাহলে স্থানীয় প্রশাসনকে সাথে রেখে তৌহিদি জনতা তা প্রতিহত করবে, ইনশাআল্লাহ্।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ