শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

তিন মাস পর ফের চালু হলো ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে। তবে ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালুর দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানসহ সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার ট্রেনটি চালু করার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, যার জন্য সিরাজগঞ্জবাসী আবার ট্রেনের হুইসেল শুনতে পাবে- সেই সাইদুর রহমান বাচ্চু ভাইকে আজীবন মনে রাখবে শহরবাসী।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক পাকশি শাহ সুফি নুর মোহাম্মদের সাথে কথা হলে তিনি বলেন, ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ট্রেনটি চালু করা হয়েছে। বিশেষ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই আমার সাথে একাধিকবার ফোনে কথা বলেছেন- যেন দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি চালু হয়, সেই সাথে শহীদ এম মনসুর আলী স্টেশনটির দিকেও যেন নজর দেওয়া হয়।

শাহ সুফি নুর মোহাম্মদ আর ও বলেন, ২০ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটিও চালু করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ