শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

নতুনদের ভিড়ে পুরনোদের অবমূল্যায়ন যেন না হয় : বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ব্যাংক, বীমা, বিদ্যুৎ ও পরিবহনসহ সকল সেক্টর থেকে বিএনপিপন্থী শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করেছে। বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন চালিয়েছে। নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নতুনের ভিড়ে যেন পুরনোরা হারিয়ে না যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ‘অতীতের চেয়ে এই নির্বাচন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জ হবে। তাই জাতীয় নির্বাচনের আগেই সকল শ্রমিক সংগঠনকে সুসংগঠিত হতে হবে।’

বুধবার বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাদশা।

শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুলের পরিচালনায় সাংগঠনিক কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র একেএম মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তার বক্তব্য দেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য ফরিদ আহমেদ, রংপুর বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক কাজী আমিরুল ইসলাম কাফু, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রকুনুজ্জামান আলম, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুর বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা শ্রমিক দলের  যুগ্ম সম্পাদক মো. আলী,  এস আলম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ