বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের হিজলা উপজেলায় জুনায়েদ (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবাররাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর গুয়াবাড়িয়া (তালতলা) গ্রামের নিজ মুরগির ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ ওই গ্রামের এবং স্থানীয়  তুলাতলা মৌলভীরহাটের ব্যবসায়ী নজরুল মালের ছেলে। ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।

জুনায়েদের বাবা নজরুল মাল বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে জুনায়েদ ভাত খেয়ে ঘর থেকে বের হয়। আসতে দেরি হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে তার মা খুঁজতে বেরিয়ে বাড়ির সামনে তাদের মুরগির ফার্মে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসেন।

তিনি আরও বলেন, ঝুলন্ত অবস্থায় তার ছেলের পা হাটু পর্যন্ত মাটিতে ছিল ধারণা করা হচ্ছে কেউ  মেরে গলায় তোয়ালে পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে। তাদের দাবি, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতেই জুনায়েদের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ