শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


চাটমোহরে মহানবীকে কটূক্তিকারী সেই প্রশান্ত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ফেসবুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী সেই প্রশান্ত কুমার দে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত কালা চাঁদ দে’র ছেলে। এর আগে সোমবার চাটমোহর থানায় একটি মামলা করেন মুফতি আলামিন হোসাইন নামে একজন।

জানা গেছে, শনিবার প্রশান্ত কুমার দে তার ফেসবুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। মূহূর্তেই ফেসবুকের সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। উত্তেজিত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরপর দুই দিন প্রশান্ত কুমারকে আটক এবং বিচারের দাবিতে উত্তাল ছড়িয়ে পড়ে পুরো হান্ডিয়াল ইউনিয়নে। এরপর রোববার রাতে উত্তেজিত জনতা বল্লভপুর গ্রামে সার্বজনীন মহাদেব মন্দির ও মূর্তি ভাঙচুর করে। পুরো এলাকায় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে আতংক বিরাজ করতে থাকে। পরে ইউএনও, এসিল্যান্ড, থানার ওসি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সোমবার মুফতি আলামিন হোসাইন নামে একজন প্রশান্তকে আসামি করে মামলা করেন।

এদিকে আত্মগোপনে থাকা প্রশান্ত পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে পালানোর সময় পুলিশ প্রযুক্তির সহযোগিতায় পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম এ খবর নিশ্চিত করেন। বলেন, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ