রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

সুনামগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় বালু, মাহিন্দ্র ট্রাক্টর, পিকআপ এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকার বেশি। জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার চারটি বিজিবি ক্যাম্প এলাকা থেকে মালিকবিহীন মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, উপজেলার লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রবিবার আন্তর্জাতিক সীমানা পিলার ২২০৭/এমপি এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মোনাইপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় বালু ৭শত  ঘনফুট, বাংলাদেশি মাহিন্দ্র ট্রাক্টর ৩টি এবং পিকআপ ১টি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা। এছাড়াও একই দিনে উপজেলার চানঁপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিজিবি সদস্যরা আপেল ২০০কেজি, ভারতীয় মদ ৩৪ বোতল, চিনি ৩২৯০ কেজি, কয়লা ৩৪৫৫ কেজি এবং ১টি মোটরসাইকেল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।

সীমান্ত এলাকায় বাসিন্দাদের দাবি, সীমান্তের চোরাচালান বন্ধে চিহ্নিত চোরাকারবারি, তাদের মদদদাতা ও সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হলে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে অর্ধকোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। আর চোরাচালান বন্ধ ও চোরাকারবারিদের দমনের জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ