রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শণিবার বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়। মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি, আমি প্রত্যাশা করব মণিরামপুরের গণমাধ্যমকর্মীরা তাদের সত্য লেখনীর মধ্য দিয়ে এ উপজেলার সমাজ সংস্কারের কাজে ভূমিকা রাখবে। বহু ত্যাগের মধ্য দিয়ে এ দেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য। তাদের এই কষ্টার্জিত অর্জনকে কোনোভাবেই আমরা বৃথা হতে দেব না।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর লিয়াকত আলী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব রশিদ আহমদ, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু ও হেফাজতে ইসলামের সভাপতি আশফাকুল আনওয়ার ইয়ামিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন এ্যাড. মকবুল ইসলাম, নির্বাচন কমিশনার ফজলুল হক, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি উবায়দুল্লাহ ও সমন্বয়ক নেতা তাসনিম হাসান বর্ষা। অভিষেক অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির ও গীতা পাঠ করেন যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস। অভিষেক অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা স্বারক প্রধান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ