নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি কওমি মাদরাসা-ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১১ টায় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের ২য় তলায় মাওলানা কারী জামাল উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
সদর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা রেজাউল করিম মিছবাহ'র সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাওলানা নুরুল কবির আরমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা কারী ওসমান গনি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, সিনিয়র সহ সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম শামীম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ রশিদী।
সম্মেলনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৪ সদস্য বিশিষ্ট সদর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সদস্যবৃন্দ: কমিটির সভাপতি মাওলানা ইউসুফ ,সিনিয়র সহ- সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মিছবাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।
এনএ/