শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৬


অনুষ্ঠিত হলো ডিজাইনার'স ইফতার ২০২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিজাইনার'স ইফতার ২০২৪ আয়োজন করেছে ডিজাইনার'স অব বাংলাদেশ।

১৮ রমাদান (২৯ মার্চ) শুক্রবার বাদ আসর ঢাকাস্থ নন্দিনী রেস্টুরেন্ট আইটিতে দক্ষ নবীন ও ক্রিয়েটিভদের নিয়ে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।

একই সঙ্গে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক ও ডিজাইনারদের নানান বিষয়ে আলোচনা সভা হয়।

ডিওবি‘র ফাইন্ডার ফজলে রাব্বি সরকার বলেন, আমরা চেষ্টা করেছি অফলাইনে সকল ডিজাইনারদেরকে একটা ছাদের নিচে নিয়ে আসার। একসাথে বসে মন উজার করে কথা বলার, একে অপরের সাথে পরিচিত হওয়ার, ডিজাইনারদের নানা সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে বসে আলোচনা করার।

ডিজাইনারদের দিকনির্দেশনার বক্তব্য রাখেন, সোসাল গ্রিকের ফাইন্ডার উদ্যোক্তা মুমিনুল ইসলাম, টুইন হ্যাশের ফাউন্ডার জহির সুজন, ডিওবি কো-ফাইন্ডার সাইফ ডি, 

এ সময় ডিজাইনারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিওবি কো-ফাইন্ডার, সিদ্দিকী আইটির সিইও আমির হামজা সিদ্দিকী 

এছাড়াও উপস্থিত ছিলেন ওসমান গনি, তাহমিদ ইমাম, কে. আর. কাউসার, নেহাল কাজী, আব্দুল মোমেন, নৌফেল তাহমিদ তানু, তন্ময় ইসলাম, ইখতিয়ার হোসাইন রিফাতসহ আরও অনেকেই।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ