মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ৩০তম মারকাজি ইজতেমা আগামী শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
ওইদিন রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার মুহতামিম এবং আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমূদুল হাসান এই ইজতেমায় অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
দাওয়াতনামায় বলা হয়- বাদ তাসলিম আরজ এই যে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর উদ্যোগে ইনশাআল্লাহ আগামী ১৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি মোতাবিক ৬ ডিসেম্বর ২০২৫ ইং শনিবার সকাল ৯ ঘটিকা হতে মারকাজী ইজতেমা মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর মারকাজ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ি বড় মাদরাসা)-য় অনুষ্ঠিত হবে।
উক্ত ইজতিমায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর সকল হালকার আমীর, নায়েবে আমীর, সর্বস্তরের ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখ এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে যথাসময়ে তাশরীফ আনার জন্য দাওয়াত পেশ করছি।
এলএইস/