সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কেবল কিতাবি জ্ঞানে একজন শিক্ষার্থী সমৃদ্ধ হতে পারে না: ইকরা প্রিন্সিপাল মঙ্গলবার তিন জেলায় ৫টি গণসমাবেশে বক্তব্য দেবেন ইবনে শাইখুল হাদিস মাওলানা নুরুল হুদা ফয়েজী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভূমিকম্প বিশেষজ্ঞদের নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ‘লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে’ বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য: ধানের শীষের প্রার্থী বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক হলেন মুফতি এনায়েতুল্লাহ ‘জামায়াতের কাছে আসন চাওয়ার সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান প্রতিটি দুর্যোগ সতর্কবার্তা, গণতওবা জরুরি

রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রাজউক চেয়ারম্যান বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো অসম্ভব হয়ে পড়বে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভবন নির্মাণের অনুমোদন যথাযথ নিয়ম মেনেই দেওয়া হয় জানিয়ে রাজউকের কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেছেন, রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ করা হয় না। তিনি জানান, রাজউক নিজে থেকে কারও জন্য ভবনের নকশা প্রণয়ন করে না।

রিয়াজুল ইসলাম বলেন, বাড়িওয়ালারাই নিজেদের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে রাজউকে জমা দেন। শর্ত থাকে—নকশা অবশ্যই রাজউকের নিয়ম অনুযায়ী হতে হবে। কিন্তু পরবর্তীতে কেউ যদি সেই নিয়ম না মানেন, তাহলে জরিমানা বা শাস্তি তাদেরই দেওয়া উচিত। ‘এর দায়ভার রাজউকের নয়,’ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস—তিনটি সংস্থা আলাদা হয়ে কাজ করায় ভবন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি এ ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম জরুরি বলে মত দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ