দুই গ্রুপের সংঘর্ষের পর সব শ্রেণির ক্লাস স্থগিত করেছে ঢাকা সরকারি আলিয়া মাদরাসা প্রশাসন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। যদিও এর জন্য কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে, গতকাল রাতে মাদরাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাতজনকে নেওয়া হয়। আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।
চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
আরএইচ/