শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :

অগ্নিকাণ্ডে শাহজালালে ফ্লাইট চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সব রুটের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে আগুনের ঘটনা ঘটেছে। চারপাশে প্রচুর কালো ধোঁয়া উড়ছে। এই অবস্থায় সব রুটের ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নিনির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সবমিলিয়ে ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে আগুন নেভাতে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ