রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শনিবার (২৩ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার কর্মসূচি:
রাজধানীর পরিবেশগত উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে আয়োজিত ‘ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়েলফেয়ার অব দ্য ক্যাপিটাল: টুওয়ার্ডস আ সাস্টেইনেবল ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কর্মসূচি:
রাজধানীর গাবতলী বীজ ভবনে বেলা ১১টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি:
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দুপুর ১২টায় ‘আইসিটি অলিম্পিয়াড নরসিংদী-২০২৫’-এর উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির কর্মসূচি
সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা:
জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সকাল সাড়ে ১০টায় ‘সামাজিক সুরক্ষা কতটা সু-রক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বইয়ের প্রকাশনা উৎসব:
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বেলা ১১টায় ‘তারেক রহমানের রাজনীতি: গণ-অভ্যুত্থানের সাবলিমিটি’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
উপজেলা বিএনপির কাউন্সিল:
চকরিয়া কলেজ প্রাঙ্গণে বিকেল ৩টায় উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আরএইচ/