শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


অটো এক্সিডেন্টে গুরুতর আহত আরবি সাহিত্যিক মাওলানা মহিউদ্দিন ফারুকী, দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার ইস্টার্ন হাউজিংয়ের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরবি সাহিত্যিক মাওলানা মহিউদ্দিন ফারুকী। শনিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তার পরিচালিত মাদরাসা সূত্রে জানা যায়, একটি কোর্সে অংশগ্রহণ শেষে তিনি মোহাম্মদপুর থেকে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাক হঠাৎ ব্যাক গিয়ারে গেলে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মাওলানা ফারুকী।

দুর্ঘটনায় তাঁর দুই হাতের কব্জি ভেঙে যায়। এর মধ্যে ডান হাতের আঘাত গুরুতর। এছাড়া মুখ ও পায়েও আঘাত পেয়েছেন তিনি।

বর্তমানে চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন মাওলানা মহিউদ্দিন ফারুকী। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ