মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে গণজমায়েত অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন 

মতিঝিলের শাপলা চত্তরে ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে খুনি হাসিনার বিতাড়নের বর্ষপূর্তিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় এই গণজমায়েত অনুষ্ঠানটি সকাল ১১ টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর বক্তব্য রাখেন ইন্তিফাদার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

গণজমায়েত অনুষ্ঠানের এ আয়োজনে নেতারা বলেন, খুনি হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। শেখ হাসিনার বিচারের সাথে সাথে তার দোসরদের চিন্থিত করে বিচারের আওতায় আনতে হবে।

তারা আরো বলেন, আমরা বদরে রক্ত দিয়েছি, উহুদে রক্ত দিয়েছি, বালাকোটে রক্ত দিয়েছি, একাত্তরে রক্ত দিয়েছি এবং চব্বিশেও রক্ত দিয়েছি। বুকের তাজা রক্ত ঢেলে ২৪ - এ খুনি হাসিনার রেজিম থেকে দেশকে স্বাধীন করেছি আমরা কিন্তু রাস্ট্র ও তার কাঠামো আমাদের বারবার ঠকিয়েছে। আমাদের উপর জুলুম করেছে। আমরা আর জুলুমের স্বীকার হতে চাই না। বাংলাদেশের মুসলিম কওম পশ্চিমা আগ্রাসন ও ভারতীয় আগ্রাসনের জিঞ্জিরের বলয় থেকে চিরতরে মুক্তি চায়। তাই আমরা মনে করি ইসলামের আঙ্গিকেই কেবল দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ও দেশের মানুষের জীবনে স্বস্তি আনা সম্ভব।

বক্তারা আরো বলেন, যেই জাতিসংঘ গাজার উপর ইজরাইলী গনহত্যা থামাতে পারে না সেই জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে হতে পারবে না। এ দেশে জাতীসংঘের কার্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যেমে মুলত আমেরিকান উপনিবেশ প্রতিষ্ঠার পায়তারা করা হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাবো যাতে তথাকথিত জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে না হতে পারে।

এরই প্রেক্ষিতে আমাদের এ আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট স্বীকার করে আমাদের তৌহীদবাদী সাথীরা এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ