বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ।। ২১ শ্রাবণ ১৪৩২ ।। ১২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা মৌলভীবাজারে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক সেমিনার মজলিসের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনায় বিজয় র‍্যালী জুলাই ঘোষণাপত্র একপক্ষীয় রাজনৈতিক প্রবন্ধ: মাওলানা আজিজুল হক ভোলায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল  ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে গণজমায়েত অনুষ্ঠিত  সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে: ডা. তাহের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কোরআন নিকেতন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গত এক বছরে অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি : প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিতে উত্তরায় ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা ৪ নম্বর সেক্টর ১০নং রোড থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা বিএনএস সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

্যালিতে অংশগ্রহণকারী ছাত্রদের মুখে ছিল বিজয়ের দৃপ্ত স্লোগান—লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারও বাপের না, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, রশি লাগলে রশি নে খুনি হাসিনার ফাঁসি দে—এইসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

জুলাই মাদরাসা ছাত্র পরিষদ-এর আহ্বায়ক আরাফাত নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও বক্তব্য রাখেন ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদের সদস্য সচিব আব্দুল আহাদ, মুখপাত্র আব্দুল্লাহ ইকবাল, প্রধান সমন্বয়ক রিজওয়ান নাবিল, সংগঠক তোফাজ্জল হোসেন ইফতি, মাহবুব শেখ, আনোয়ার মাহমুদপ্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন,“এক বছর আগে আজকের এই দিনে, আমরা মাদরাসা ছাত্ররা বুকের রক্ত দিয়ে একটি অন্যায়ের পতন নিশ্চিত করেছিলাম। সেটা ছিলো কোনো একদিনের ক্ষোভ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রজন্মের বিস্ফোরণ ছিলো এটি। আজকের এই র্যালি সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ এবং ভবিষ্যতের পথচলার সংকল্প।”

বক্তারা বলেন, “আমরা অনেক আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে জুলাইয়ে বিজয়ের পতাকা উড়িয়েছিলাম। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আমরা সেই স্বাধীনতার ছিটেফোঁটাও পাচ্ছি না। আজও মাদরাসার ছাত্রদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, বরং তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করতে নতুন ষড়যন্ত্র চলছে।”

তারা বলেন, “জুলাইয়ের এই আন্দোলন কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। এটা ছিলো আত্মমর্যাদা রক্ষার আন্দোলন। সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হলে, আবারও নতুন জুলাই আসবে ইনশাআল্লাহ।”

্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ