আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, দালাল চক্রের ১৩ সদস্যকে কারাদণ্ডরাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৩ জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, সম্প্রতি একটি সংঘবদ্ধ দালাল চক্র পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা ফরম পূরণ, কাগজপত্র সত্যায়ন, ঘাটতি পূরণ, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়ে মানুষকে ফাঁদে ফেলছে।
তিনি আরও বলেন, এ চক্রের সদস্যরা পাসপোর্ট আবেদনকারীদের ব্যাংকে টাকা জমা দিতে বা অফিসে প্রবেশের সময় নানাভাবে বিরক্ত করে এবং তাদের প্রস্তাবে রাজি না হলে হয়রানি করে। র্যাবের পক্ষ থেকে একাধিক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের পরও দালালদের দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালত অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারকৃত ১৩ জন দালালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, পাসপোর্ট সেবা গ্রহণে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএকে/