রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে আছেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) এবং আরও অনেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে সচিবালয়ের সামনে এসে বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে, পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এরপর, আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে বহু শিক্ষার্থী আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, “সচিবালয়ের সামনে সংঘর্ষের ফলে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ