আজ উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের রক্তের প্রয়োজন মেটাতে যাত্রাবাড়ী থেকে একটি বিশেষ রক্তদাতা টিম ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটের উদ্দেশ্যে রওনা হয়েছে।
‘রেজিস্টেন্স ডে’ উপলক্ষে যাত্রাবাড়ীতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়া নেগেটিভ রক্তধারী ১০ জন স্বেচ্ছাসেবক এই টিমে অংশ নেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও রক্তস্বল্পতায় ভোগা ব্যক্তিদের সাহায্য করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, আজ দুপুর সোয়া ১টায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।
আহতদের বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ও উত্তরার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকেই রক্তদানের জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এগিয়ে আসছেন বলে জানা গেছে।
এমএইচ/