সোমবার, ২১ জুলাই ২০২৫ ।। ৬ শ্রাবণ ১৪৩২ ।। ২৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাইলস্টোন স্কুল দুর্ঘটনা, উদ্ধার তৎপরতা ও আমাদের করণীয় উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় খেলাফত মজলিসের শোক প্রকাশ  ‘জাতিসংঘের সঙ্গে চুক্তি বাতিলে সরকারের ওপর আমরা চাপ অব্যাহত রাখব’  ‘আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব’ বিমান দুর্ঘটনায় হেফাজত আমির-মহাসচিবের শোক ও সমবেদনা ২৪-এর গণঅভ্যুত্থান থেকে আলেমদের অবদান মুছে ফেলা যাবে না: ইফাদাতুল উম্মাহ বিমান বিধ্বস্তে আহতদের দেখতে হাসপাতালে আমিরে জামায়াত ও সেক্রেটারি জেনারেল উত্তরায় বিমান দুর্ঘটনা, উদ্ধার অভিযানে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের শোক 

‘জুলাই হত্যার বিচার নিয়ে টালবাহানা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 জলাই অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা বলেছেন, ‘আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। আর দুই হাজার মায়ের সন্তান দেশের জন্য আজকে জীবন দিল, আপনারা খুনিদের বিচার দ্রুত করুন। বিচার নিয়ে আমাদের সঙ্গে কোনো টালবাহানা করবেন না।’

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল আজকে ফ্যাসিবাদীর দোসরদের পুনর্বাসন করছে। আমরা মামলা করেছি, পুলিশ এখনো আসামি গ্রেপ্তার করে না। হাসিনার আমলে যে পুলিশ নিয়োগপ্রাপ্ত ছিল, যারা চাকরিতে ছিল তারা এখন পর্যন্ত বহাল রয়েছে। তারা কিভাবে আমাদের সেই হত্যাকারীদের ধরবে? পুলিশকে যদি বলা হয় আপনারা আসামি ধরেন বলতেছে, যাচ্ছি, যাব ইত্যাদি।

বিভিন্ন রকমের টালবাহানা করতেছে। আমি মনে করছি, এগুলো সব সরকারের টালবাহানা এবং সরকারের অবহেলা।’ শহীদদের বিচার এবং জুলাই প্রক্লোমেশন দ্রুত ঘোষণা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমার ছেলে গত আগস্টের ৪ তারিখ মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল।

অত্যন্ত দুঃখের বিষয় আজকে একটি বছর অতিবাহিত হয়ে গেল। আমরা এখনো পর্যন্ত বিচারের ন্যূনতম কিছু দেখতে পাচ্ছি না। বিচারের নামে আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। বিচারের নামে টালবাহানা করা হচ্ছে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ