মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলরুমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইলের সহযোগিতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডিএসইসি’র প্রায় তিন শতাধিক সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন।

ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, কায়কোবাদ মিলন, আশরাফুল ইসলাম, নাসিমা আক্তার সোমা, কেএম শহিদুল হক, জাকির হোসেন ইমন, মামুন ফরাজী এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম জসিম উদ্দীন,  সুপারিনটেনডেন্ট ডা. মোহা. হাফিজুর রহমান, সহকারী সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আজিজ রিয়াদ, মার্কেটিং ইনচার্জ এসএম আবদুল্লাহ আল মামুন, ডা. মো. আব্দুস সালাম কার্ডিওলজিস্ট, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আহসান উল্লাহ। ওজিএস গ্রুপের পরিচালক (মার্কেটিং) হান্নান হায়দার।

এছাড়া, কার্যনিবার্হী কমিটির যুগ্ম সম্পাদক মনির আহমেদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা। কার্যনির্বাহী সদস্য- শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, মাশরেকা জাহান মনাসহ ডিএসইসি’র সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর মোস্তাফিজুর রহমান।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশেনের ডিজিএম জসিম উদ্দীন বলেন, “ডিএসইসির সদস্য ও তাদের পরিবারের জন্য ইসলামী ব্যাংক হাসপাতালের (২২টি) কর্পোরেট সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। ফি মেডিকেল ক্যাম্পে সকল পরীক্ষার ওপর ডিএসইসি সদস্যরা ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ