শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

রাষ্ট্রের নানা কাজেই কওমি মাদরাসার তরুণরা ভূমিকা রাখতে পারে : ঢাবি অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী

'রাষ্ট্রের নানা কাজেই কওমি মাদরাসার তরুণরা ভূমিকা রাখতে পারে। দেশের সরকার চাইলে কওমি তরুণদের মেধাকে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগাতে পারে। এতে রাষ্ট্রের উপকারই হবে। এজন্য রাষ্ট্র এবং কওমি মাদরাসার অভিভাবকদের এগিয়ে আসতে হবে।'

আজ বুধবার (১৪ আগস্ট ২০২৪) এক সাক্ষাৎকারে আওয়ার ইসলামকে এই কথা বলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী।

আরও পড়ুন : সরকারি সকল দফতরে কওমি তরুণদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ আছে : ইফা মুহাদ্দিস

আরও পড়ুন : ‘সরকারি দফতরে কওমি মেধাবীদের আলো ছড়াতে রাষ্ট্র ও বোর্ড কর্তৃপক্ষের এগিয়ে আসতে হবে ’

তিনি বলেন, কওমি মাদরাসায় যারা পড়ে, তাদের অল্পকিছু বাদ দিলে সবাই মেধাবী। আশি পার্সেন্ট স্টুডেন্টই মেধাবী। কেন মেধাবী? কারণ তাদের অধিকাংশই হাফেজ হয়। আর হাফেজ তারাই হতে পারে, যারা প্রচন্ড্র মেধাবী। সাধারণ মেধার অধিকারীরা হাফেজ হতে পারে না। প্রচন্ড্র মেধাবী যেহেতু, তাই তাদের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। তারা আঁকাআঁকি, গ্রাফিতি করলেও ভালো করতে পারে। মানবসেবায় নিয়োজিত হলে ভালো সেবা করতে পারে। নির্মাণ, উন্নয়নমূলক যে কোনো কাজেই তারা যুক্ত হয়, সেখানেও ভালো করতে পারে তারা’।

ড. মুহাম্মদ গোলাম রব্বানীর মতে, ‘সরকারিভাবে কওমির সন্তানদের কাজে লাগাতে হলে তাদের শিক্ষার স্তরগুলোকে স্বীকৃতি দিতে হয়। আর বেসরকারিভাবে তাদের কাজে লাগাতে সামান্য একটু ট্রেনিং দিলেই হবে। সাধারণত আমরা যেসব অফিসে কাজ করি বা করা হয়, সেসব অফিসের কাজ কিন্তু কলেজ বা ভার্সিটিতে শেখানো হয় না। অফিসের কাজগুলো উর্ধ্বতন যারা থাকেন তাদের কাছ থেকে শিখে নিতে হয়। এতে পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে। কওমির সন্তানদের, আরবির পাশাপাশি ইংরেজি, বাংলা, উর্দুর যেসব ব্যাসিক বই পড়ানো হয়, তাতে তাদের জ্ঞানের প্রখরতা হয়। ভাষাজ্ঞানও তাদের মজবুত হয়। তাই আমি মনে করি, কওমির সন্তানদের এখনো যদি যে কোনো অফিসে সুযোগ দেয়া হয়, অল্প একটু ট্রেনিং দেয়া হয় তাদের, তাহলে তারা ভালো করতে পারবে।’

সনদ ডিগ্রির স্বীকৃতির বর্তমান রূপকে সংস্কার করার প্রয়োজন আছে বলে মনে করে তিনি বলেন, কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি নিচের স্তরগুলোতে এসএসসি, এইচএসসি লেভেলের স্বীকৃতি দিলে এর সার্টিফিকেট দিয়েও কওমি সন্তানরা রাষ্ট্রের নানা সেক্টরের কাজে অংশ নিতে পারবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ