শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ ।। ১৯ আশ্বিন ১৪৩২ ।। ১২ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির সংকট নিরসন সম্ভব নয়: মাওলানা জালালুদ্দিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূলের সীরাতের বিকল্প নেই ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: পীর সাহেব চরমোনাই রাজনগরে ইসলামী যুব মজলিসের কমিটি পুনর্গঠন সম্পন্ন ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত লাউতায় জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সমর্থনে উঠান বৈঠক রেনেসাঁ ইসলামী সংসদ মৌলভীবাজারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শীলনের শানে রেসালাত কবিতা উৎসব উদযাপিত হাস্সান বিন সাবেতের প্রেরণায় কবিতা চর্চার আহ্বান জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের জুলাই সনদের বাস্তবায়ন আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মুফতি সালমানের আরোগ্য কামনায় দেশ-বিদেশে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুফতি সালমান আহমাদ

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে স্কুলগামী শিশুদের দ্বীন শেখার অভিনব পদ্ধতি সংস্থা ‘দ্বীনিয়াত বাংলাদেশ’। এই সংস্থাটির রাহবার মুফতি সালমান আহমাদের শারীরিক অবস্থা ফের অবনতির দিকে। বেশ কিছু দিন ধরে তিনি আজগর আলী হাসপাতালে শয্যাশায়ী। এ অবস্থায় তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশ-বিদেশে থাকা তার শুভাকাঙ্ক্ষীরা।

তার সুস্থতা কামনা করে মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর পরিচালনায় সিলেটের জামিয়া গহরপুর মাদরাসায় ও দ্বীনিয়াত সেন্টারের উদ্যোগে বুধবার সন্ধ্যায় আন-নূর কালচারাল সেন্টারে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতি নোমান আহমাদ।

মুফতি সালমান আহমাদের শারীরিক সুস্থতা কামনা করে লেখকপত্রের সম্পাদক জহির উদ্দিন বাবর বলেন, দ্বীনের খেদমতে মুফতি সালমান আহমাদের অনেক অবদান রয়েছে। মহান প্রভুর দরবারে তার সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করে তার কাজের ময়দানে আবারও ফিরিয়ে দেন।

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিন ইকবাল তার সুস্থতা কামনা করে এক যৌথ বিবৃতিতে বলেন, আল্লাহ তায়ালা তাকে শেফায়ে আজেলা দান করুন। তাকে আবার দ্বীনি খেদমত করার তৌফিক দিন।

ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি মিনহাজ উদ্দিন তার সুস্থতা কামনা করে বলেন, আমি তার অসুস্থতার সংবাদ পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মহান প্রভুর দরবারে অন্তরের অন্তস্থল থেকে তার সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।

বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তানজিল আমির মুফতি সালমান আহমাদের সুস্থতা কামনা করে বলেন, আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে দিন। আমিন।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম পরিবারও এই দ্বীনি দাঈ’র অসুস্থতায় উদ্বিগ্ন। এই গণমাধ্যমের সম্পাদকসহ প্রত্যেক সদস্য মুফতি সালমান আহমাদের জন্য দোয়া করছেন। তার শারীরিক অবস্থা পাঠককে জানাতেও স্বক্রিয়।

হবিগঞ্জ ইকরা দারুল উলুম মিলনায়তনে মাওলানা সাজিদুল ইসলামের সভাপতিত্বে শীলন বাংলাদেশের সভাপতি মাওলানা মাসউদুল কাদিরের পরিচালনায় এক দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া অনুষ্ঠানে মাওলানা মাসউদুল কাদির বলেন, মুফতি সালমান আহমাদ দেশেরে সম্পদ। দ্বীনিয়াতের মাধ্যমে মক্তব শিক্ষা যে অবদান রাখছে, তা একটি বিপ্লবে পরিণত হয়েছে। মহান রবের দরবারে তার সুস্থতা কামনা করছি।

মুফতি সালমান আহমাদের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সেগুনবাগিচা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী ও বাংলাদেশ কওমি শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী।

এদিকে, দেশ-বিদেশে দোয়া করে খোঁজ-খবর নিয়েছেন বরেণ্য আলেমে দ্বীনসহ অনেকেই। বিশেষত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার শায়খ হজরত মাওলানা মাহমুদুল হাসান, তাবলিগ জামাতের মারকাজের মুরুব্বি মাওলানা জোবায়ের আহমদ, ফেনী রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল্লাহ ও মদিনার মাওলানা ইউনুস তার জন্য দোয়া করেছেন। তারা খোঁজ-খবরও নিয়েছেন। এছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন প্রবাসীরা মুফতি সালমান আহমাদের সুস্থতা কামনা করে দোয়া করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মুফতি সালমান আহমাদ ডেঙ্গু ও মেলেরিয়া রোগে আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরে তাকে কেবিনে আনা হয়। মেলেরিয়ার ওষুধ এ দেশে এভেলেভেল না হওয়ায় চিকিৎসকরা তাকে নিয়ে ঝুঁকিতে ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ