বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি

মুতাওয়াসসিতায় ৩য় রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা অসাধারণ সাফল্য অর্জন করেছে।

সানাবিয়া উলয়া'য় ৭নং, মুতাওয়াসসিতা'য় ৩, ৪, ৫, ৯ ও ইবতিদাইয়া'য় ১১ নং-সহ সর্বমোট মেধাতালিকায় স্থান পেয়েছে ৩০ জন।
এবছর পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী সংখ্যা ছিলো মোট ৪৮ জন। শতকরা ৬২.৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছে।

সানাবিয়া উলইয়া'য় পরীক্ষার্থী ১০ জন। মেধাতালিকায় ২ জন। মুতাওয়াসসিতা'য় পরীক্ষার্থী ১৭ জন। মেধাতালিকায় ১৪ জন। ইবতিদাইয়্যা'য় পরীক্ষার্থী ২২ জন। মেধাতালিকায় ১৪ জন।

প্রতিষ্ঠানটি মাত্র ৩য় বছরে পদার্পণ করেছে। ১ম বছর বেফাকে ১৭ জন পরীক্ষার্থীর মাঝে ৫জন ও দ্বিতীয় বছর ৩৪ জনের মাঝে ১৭ জন মেধাতালিকায় স্থান পেয়েছিলো।

উল্লেখ্য: আগামী শিক্ষাবর্ষে ২৯, ৩০ এপ্রিল ও ১লা মে ১ম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত ভর্তি নেওয়া হবে। যাতায়াত: নারায়ণগঞ্জের সাইনবোর্ড/চাষাড়া থেকে যানবাহন যোগে জালকুড়ি, কড়ইতলা বাসস্ট্যান্ড। সার্বিক যোগাযোগ: 01770460046, 01886949475, 01722240642।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ