বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

৫ দিনের ব্যবধানে ৪ মনীষীর চির বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ৫ দিনের ব্যবধানে ৪ জন মনীষীকে হারিয়েছে বাংলাদেশ।

গতমাসের ২৭ (মার্চ) তারিখ সোমবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়া আরাবিয়া জিরির (জিরি মাদরাসা) প্রবীণ মুহাদ্দিস ও বহু শীর্ষ আলেমের উস্তায মাওলানা শাহ আহমদ উল্লাহ কাসেমী ইন্তেকাল করেন। মঙ্গলবার (২৮ মার্চ ‘বাবা হুজুর’ খ্যাত মাওলানা মমতাজুল করিম রহ. পৃথিবীর মায়া ত্যাগ করেন। বুধবার ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ইন্তিকাল করেন মাওলানা শিব্বির আহমাদ রহ. নোয়াখালী। শুক্রবার ৩১ মার্চ আল্লামা নূর আহমদ রহ.।

মাওলানা শাহ আহমদ উল্লাহ কাসেমী

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়া আরাবিয়া জিরির (জিরি মাদরাসা) প্রবীণ মুহাদ্দিস ও বহু শীর্ষ আলেমের উস্তায মাওলানা শাহ আহমদ উল্লাহ কাসেমী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। মাওলানা আহমদ উল্লাহ কাসেমী দীর্ঘদিন যাবত জিরি মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সুদক্ষ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। দেশের শীর্ষ আলেম আল্লামা শাহ তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আবদুস সালাম চাটগামী রাহমাতুল্লাহি আলাইহি ও জামিয়া জিরির বর্তমান শাইখুল হাদিস মুসা সন্দীপী-সহ বহু আলেম তার ছাত্র।

মাওলানা মমতাজুল করিম রহ. (বাবা হুজুর)

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসাতে দীর্ঘ ৩৯ বছর (১৯৮৪-২০২৩) প্রতিষ্ঠানটির শিক্ষকতার দায়িত্ব পালন করেন মাওলানা মুমতাজুল করিম। মরহুম বাবা হুজুর চরমোনাইর মরহুম পীর শায়খ ইসহাক রহ. এর জামাতা ছিলেন।

১৯৪২ সালের ২৭ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ডুলিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা মুমতাজুল কারিম। তিনি এলাকার বিখ্যাত বটগ্রাম হামিদিয়া মাদরাসায় শিক্ষাজীবন শুরু করেন। এরপর ফেনী শর্শদি মাদরাসায় কিছুদিন পড়াশোনা করে দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ভর্তি হন। পরে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা থেকে সুনাম ও কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

আল্লামা শিব্বির আহমদ নোয়াখালী

(২৯ মার্চ) বুধবার সন্ধ্যা ৬ টায় ঢাকায় বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে এবং এক মেয়ের জনক।

জানা যায়, গত তিন দিন আগে তার সহধর্মিনী মারা যায়। তিনি শারীরিক অসুস্থতা নিয়েই ঢাকা থেকে গিয়ে স্ত্রীর জানাযা পড়েন। এরপর আবার ফিরে আসেন হাসপাতালে।

আল্লামা শিব্বির আহমদ নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস ছিলেন। এদেশে শিক্ষক প্রশিক্ষণকে তরান্বিত করতে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে যুগপযোগী নাহু চর্চায় তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে যুগের পর যুগ।

মুফতি নূর আহমদ

(৩১ মার্চ) শুক্রবার রাত ৩.৩০ মিনিটে নগরির একটি প্রাইভেট হাসপাতলে দারুল উলূম হাটহাজারী মাদরাসার বর্তমান বয়োজ্যেষ্ঠ মুরুব্বী, মুহিউচ্ছুন্নাহ, প্রজ্ঞাবান আলেম ও মুফতিয়ে আযম হাটহাজারী মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর প্রতিচ্ছবি ও খলিফা, মুফতী নূর আহমদ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ শুক্রবার বাদ আছর মাদরাসার মাঠে হজরতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মুফতি নুর আহমদ জামিয়ার প্রধান মুফতি ছিলেন। মুজাদ্দিদ এ মিল্লাত মুফতি আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ এর বিশেষ ছাত্র ও সর্বশেষ খলিফা ছিলেন তিনি।

আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ এর ফাতওয়া গ্রন্থ বা ফাতওয়া সামগ্রী তিনিই সংকলন করেন। মুফতি আল্লামা শাহ নুর আহমদ রহ জামেয়ার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ হামেদ রহ এর বড় জামাতা ছিলেন। তিনি সুদীর্ঘ কাল জামেয়ার বিভিন্ন পদে আসিন ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ