রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে যা লিখে গেছেন ফার্মগেটে নিহত যুবক দুই সপ্তাহ ধরে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা গাজায় শিশুদের জীবন রক্ষায় যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখতে হবে: ইউনিসেফ সরকারের বোধোদয় না হলে কঠিন কর্মসূচির পথে হাঁটবে ইসলামী আন্দোলন সিম ব্যবহারে নতুন নীতিমালা: ৪ দিন পরেই বাতিল অতিরিক্ত সিমকার্ড বরিশালে নতুন ব্যাচের নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১০ নভেম্বর ভালোদের তুলে না আনলে অযোগ্যরা ওয়াজের মাঠ দখল করবেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে না যাওয়ার আহ্বান সালাহউদ্দিনের

ছাত্র অধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পূর্বনির্ধারিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আসার আগে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল টিএসসিতে। পরিষদের নেতাকর্মীরা আসলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। এরপর পরিষদের নেতাকর্মীরা টিএসসি থেকে চলে যেতে চাইলে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় টিএসসি গেট, ডাচ, মিলন চত্ত্বর এই তিন জায়গায় হামলা চালানো হয়।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রুপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েকধাপে হামলা চালায় তারা। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরো ১০ জনের বেশি আহত হয়েছেন। তাদের আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, সেখানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়া জয়লাভ করাতে একদল শিক্ষার্থী মিছিল করছিলো। এসময় ছাত্র অধিকার পরিষদ খেলা হারাম এমন ফতোয়া দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ